হঠাৎ অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল

| আপডেট :  ০২ জুন ২০২৫, ০৮:২৯  | প্রকাশিত :  ০২ জুন ২০২৫, ০৮:২৯

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২ জুন) ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার অবসরের ঘোষণা দেন। ম্যাক্সওয়েল জানান, ২০২২ সালে পা ভাঙার পর থেকেই ওয়ানডে ফরম্যাট তার শরীরের জন্য বাড়তি চাপ তৈরি করছে। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টিও তুলে ধরেন তিনি।

ম্যাক্সওয়েল পডকাস্টে স্পষ্ট জানিয়েছেন যে, ২০২২ সালে তাঁর পা ভেঙে যাওয়ার পর থেকে ওয়ানডে ক্রিকেট তাঁর শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে তীব্র ব্যথা অনুভব করার বিষয়টিও তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন,‘আমার শরীরের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল আমি দলের জন্য বোঝা হয়ে যাচ্ছি। তখন আমি নির্বাচক চেয়ারম্যান জর্জ বেইলির সঙ্গে খোলামেলা আলোচনা করি। বলি, ২০২৭ বিশ্বকাপ আমার আয়ত্তের বাইরে। এখনই সময় নতুন কাউকে আমার জায়গায় গড়ে তোলার। আমি কখনোই শুধু নিজের জন্য জায়গা ধরে রাখতে চাইনি।’ তিনি আরও জানান, দীর্ঘ ফরম্যাটের এই খেলাগুলো এখন তাঁর জন্য আগের মতো সহজ নয় এবং আগের সেই শারীরিক সক্ষমতা ধরে রাখা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে।

২০১২ সালের আগস্টে ওয়ানডেতে অভিষেকের পর থেকে ম্যাক্সওয়েল মোট ১৪৯টি ম্যাচ খেলেছেন। ৫০ ওভারের ফরম্যাটে তাঁর রয়েছে দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি, চারটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। বিশেষ করে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তাঁর ১২৮ বলে অপরাজিত ২০১ রানের মহাকাব্যিক ইনিংসটি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই ইনিংসে তিনি একাই দলকে প্রায় হারা ম্যাচ জিতিয়েছিলেন। বল হাতেও ম্যাক্সওয়েল ছিলেন বেশ সফল, শিকার করেছেন ৭৭টি উইকেট।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন স্টিভেন স্মিথ। এবার তার পথেই হাঁটলেন ম্যাক্সওয়েল। যদিও ম্যাক্সওয়েল আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি, তবে লাল বলের ক্রিকেটে তাঁর দলে ফেরার সম্ভাবনা খুবই কম। এই ফরম্যাটে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে—প্রায় আট বছর আগে।

৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই ফরম্যাটের পরবর্তী বড় টুর্নামেন্ট হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ম্যাক্সওয়েল সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেননি, তবে ফেরার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।

গ্লেন ম্যাক্সওয়েলের অবসরের দিনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ তাঁর দুর্দান্ত ইনিংসগুলোর স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন,‘গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং ছিল বিস্ফোরক ও দর্শকপ্রিয়। তিনি শুধু ম্যাচই জেতাননি, বিশ্বজুড়ে তরুণদের অনুপ্রাণিত করেছেন। ২০২৩ বিশ্বকাপে তাঁর বীরোচিত ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।’ প্রধান নির্বাচক জর্জ বেইলি ম্যাক্সওয়েলকে ‘ওডিআই ইতিহাসের অন্যতম সেরা ডায়নামিক খেলোয়াড়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেন,‘তাঁর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই ছিল ক্লাস। দুইটি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ম্যাক্সওয়েল এখনো টি-টোয়েন্টিতে আমাদের বড় শক্তি।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত