বাংলাদেশের ফুটবল সামনে আরও অনেক কিছু উপহার দেবে, বলছেন লিটন দাস

| আপডেট :  ০৫ জুন ২০২৫, ১১:৩৯  | প্রকাশিত :  ০৫ জুন ২০২৫, ১১:৩৯

ইয়ে স্রেফ ট্রেইলার থা, পিকচার আভি বাকি হ্যায়—জনপ্রিয় এই সংলাপ হয়তো সবারই জানা। বাংলাদেশ ফুটবল দলের গতকালের পারফরম্যান্স দেখে অনেকের এই সংলাপ মনে পড়াটা স্বাভাবিক। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসও যেন সেটাই মনে করছেন।

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেকেই বাংলাদেশ ক্রিকেট দলকে দুয়োধ্বনি দিচ্ছেন। ক্রিকেটের ভরাডুবিতে ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফুটবল। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমদের মতো প্রবাসীরা আসায় দেশের ফুটবল প্রাণ ফিরে পেয়েছে। ভুটানের বিপক্ষে গতকাল প্রীতি ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘বাংলাদেশ, বাংলাদেশ’, ‘হামজা–হামজা’ স্লোগান দেখা গেল। এমনকি বাংলাদেশ-ভুটান ম্যাচ দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক প্রবেশেরও ঘটনা ঘটেছে।

স্বাগতিক দর্শকদের গর্জনের সামনে জাতীয় স্টেডিয়ামে ভুটানকে গতকাল রীতিমতো অসহায় লেগেছে। বাংলাদেশ ২-০ গোলে জিতে ‘ড্রেস রিহার্সাল’ ভালোভাবেই করে নিয়েছেন হামজা-জামাল ভূঁইয়ারা। ১০ জুন এই মাঠেই এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। লিটনের আশা, বাংলাদেশ ফুটবল সামনে মনে রাখার মতো অনেক কিছু উপহার দেবে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘অনেক প্রতিশ্রুতি, অনেক প্যাশন আছে। বাংলাদেশ ফুটবলের জন্য অনেক গৌরবের মুহূর্ত আসছে।’

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত