দ্বন্দ্ব নিরসনে সুজন, আকরামকে নিয়ে পাপনের বৈঠক
গণমাধ্যমের কাছে আকরাম খানের ক্রিকেট অপারেশন্স কমিটি নিয়ে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন খালেদ মাহমুদ সুজন। তার দাবি সেই কমিটির ভাইস চেয়ারম্যান হলেও কিছুই জানানো হয় না তাকে। এ নিয়ে আসন্ন দ্বন্দ্বের আশঙ্কায় চটজলদি পদক্ষেপ নিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি খালেদ মাহমুদ সুজন ও আকরাম খানকে নিয়ে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।
তার আগে গণমাধ্যমের কাছে বেশ কিছু অভিযোগ জানিয়েছিলেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। কোচ ও পরামর্শক হিসেবে রঙ্গনা হেরাথ, এ্যাশওয়েল প্রিন্সদের নিয়োগের আগে তাকে জানানো হয়নি। সেই সাথে ‘এ’ দলের উদ্দেশ্যহীন কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিবির এই পরিচালক।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত