ক্রোয়েটদের ৫-৩ হারিয়ে কোয়ার্টারে স্পেন
ইউরো কাপের শেষ ষোলর ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে স্পেন। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে আত্নঘাতি গোলে পিছিয়ে পড়েও ক্রোয়েটদের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিকের শিষ্যরা।
স্প্যানিশদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে দেখা যায় ক্রোয়েশিয়াকে। প্রতিপক্ষের ডি-বক্সে বল ঢুকানোর চেষ্টায় শেষ পর্যন্ত সফলও হয় ক্রোয়েশিয়া। যদিও সেটা ছিল আত্নঘাতি গোল।
২০ মিনিটে বাঁদিক থেকে গোল পোস্ট লক্ষ্য করে কোভাসিচের বাড়ানো বল স্পেনের পেদ্রি গোল রক্ষকের দিকে বাড়ালে আলতো পায়ে রাখতে গেলে ফসকে খুঁজে নেয় জাল।
এর ১৮ মিনিট পরে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া। ১-১ গোলে সমতা ফেরানোর পর বিরতিতে যায় দু’দল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত