সস্ত্রীক করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

| আপডেট :  ০৬ মে ২০২১, ০৯:৪৩  | প্রকাশিত :  ০৬ মে ২০২১, ০৯:৪৩

স্ত্রী রাশিদা খানমসহ করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম ডোজ নেওয়ার ৫৭ দিন পর বৃহস্পতিবার তারা দ্বিতীয় ডোজ নেন। সস্ত্রীক রাষ্ট্রপতির টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার বিষয়টি জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি টিকা গ্রহণ শেষে এই মহামারিকালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। রাষ্ট্রপতি এর আগে গত ১০ মার্চ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

করোনা প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাক এনে গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত