রেস্তোরাঁর খাবারের ভ্যাট কমলো

| আপডেট :  ২৯ জুন ২০২১, ০৯:৪৩  | প্রকাশিত :  ২৯ জুন ২০২১, ০৯:৪৩

আগামী অর্থবছরের প্রথম দিন থেকে রেস্তোরাঁর খাবারের ভ্যাট যথাক্রমে ৫ শতাংশ ও ২ দশমিক ৫ শতাংশ কমানো হয়েছে। এসি রেস্তোরাঁর খাবারের ভ্যাট ১৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশ এবং নন-এসি রেস্তোরাঁর খাবারের ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। আজ মঙ্গলবার ( ২৯ জুন) জাতীয় সংসদে ২০২১ সালের অর্থবিল পাসের সময় এই সংশোধনী আনা হয়েছে।

অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিদ্যমান ভ্যাট আইনের আওতায় কোনো প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ওপর কোনো ভ্যাট নেই। তবে ৫০ লাখ টাকা টার্নওভারের বেশি রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকানগুলোকে ভ্যাট দিতে হয়। ১ জুলাই থেকে এই হারে ভ্যাট দিতে হবে ভোক্তাকে।

এ বিষয়ে রেস্তোরাঁ মালিক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মো. ফিরোজ আলম সুমন বলেন, মহামারি করোনা ভাইরাসের কবলে পড়ে অনেক দিন থেকেই বন্ধ রয়েছে হোটেল-রেস্তোরাঁ। এ খাতে আর্থিক ক্ষতির পরিমাণও বেশি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ভ্যাটহার কমানোতে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ভোগান্তি ছাড়া ভ্যাট দিতে চাই। ভ্যাট কমানোর ফলে খাবারের দাম কমে আসবে। একইসঙ্গে এ খাত থেকে রাজস্ব আদায়ও বাড়বে বলে আশাকরছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত