জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

| আপডেট :  ৩০ জুন ২০২১, ১২:১৮  | প্রকাশিত :  ৩০ জুন ২০২১, ১২:১৮

চলমান ইউরোর শেষ ষোলো বা দ্বিতীয় রাউন্ড থেকে একের পর এক বিদায় নিচ্ছে বিশ্বের সেরা দলগুলো। সেই তালিকায় এবার যোগ হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অবশ্য তারা হেরেছে আরেক শক্তিশালী দল ইংল্যান্ডের কাছে। ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো ইংলিশরা।

এদিন ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে রাখেন হ্যারি কেইন বাহিনী। ডেকলান রাইস ও জন স্টোনসের মিলিত আক্রমণে বল পান রহিম স্টার্লিং। ২৫ গজ দূর থেকে ডান পায়ের শট নেন। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে সেটিকে ফিরিয়ে দেন মানুয়েল ন্যয়ার। পরের মিনিটে ইংলিশদের আরও একটি আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ৩৩ মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। কাইল হার্ভার্জের বাড়ানো বল টিমো বার্নার গোলবারের দিকে পাঠালেও সেটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ৭৫ মিনিটে প্রথম স্টার্লিংয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন অধিনায়ক হ্যারি কেইন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত