১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ, ঘরের বাইরে বের হলেই শাস্তি

| আপডেট :  ৩০ জুন ২০২১, ১২:১৩  | প্রকাশিত :  ৩০ জুন ২০২১, ১২:১৩

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপন আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। বিজ্ঞপ্তিতে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

করোনা রোধে মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, লকডাউনে সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মাঠে থাকবে। স্বাস্থ‌্যবিধি মেনে চলাসহ লকডাউন কড়াকড়িভাবে প্রতিপালনে এই প্রথম সেনাসদস‌্যদের মাঠে নামানো হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত