সড়কে চলছে রিক্সার দাপট

| আপডেট :  ৩০ জুন ২০২১, ০৮:৩৪  | প্রকাশিত :  ৩০ জুন ২০২১, ০৮:৩৪

করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার (২৮ জুন) থেকে দেশজুড়ে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়নের জন্য গণপরিবহন চলাচল একেবারেই বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। লকডাউন বাস্তবায়নে গণপরিবহন বন্ধ থাকায় সড়কে চলছে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিক্সা। গণপরিবহন না থাকায় গন্তব্যে যেতে সাধারণ মানুষের একমাত্র ভরসার বাহন হচ্ছে এখন রিক্সা। রিকসা না পেয়ে অনেকে আবার ভ্যানগাড়িতে তাদের গন্তব্যে যাচ্ছেন। বুধবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়।

গণপরিবহন না থাকায় রিক্সার ওপর চাপ বেড়েছে, এতে করে রেগুলার ভাড়ার চেয়ে দুই থেকে তিনগুণ ভাড়া অতিরিক্ত গুনতে হচ্ছে যাত্রীদের।
রাজধানী ঢাকাকে রিক্সার নগরী বলা হয়ে থাকে। এখন সড়কে গণপরিবহন না থাকায় এখন পুরো রাস্তাই রিক্সার দখলে। কাছে কিংবা দূরে এখন সাধারণ মানুষের একমাত্র ভরসার বাহন হচ্ছে রিক্সা।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা, জনসমাবেশ হয় এমন কোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে। বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত