হিজবুল্লাহ-হামাস বৈঠকে যে আলোচনা হলো
লেবাননের জেহাদি সংগঠন হিজবুল্লাহর সঙ্গে গোপন বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল গাজায় ইসরাইলের হামলা। এপির খবরে বলা হয়, হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়া রোববার লেবানন পৌঁছান। সেখানে তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও স্পিকার নাভিহ বেররির সঙ্গে সাক্ষাৎ করেন।
এর পর মঙ্গলবার লেবাননের জেহাদি সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে দেখা করেন তিনি। গাজায় ইজরাইলি হামলা নিয়ে দীর্ঘ আলোচনা হয় দু’জনের মধ্যে। সেখানে উভয়ই ফিলিস্তিনের অধিকৃত জমি থেকে ইহুদি হানাদার বাহিনীর উৎখাত ও স্বাধীন ফিলিস্তিনিরাষ্ট্র গঠন করতে হবে বলে মত প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, গত মে মাসে গাজায় ইসরাইলের সঙ্গে লড়াইয়ে হামাসকে সহযোগিতা করেছে হিজবুল্লাহ। ফের তারা ইসরাইলে আক্রমণের ছক কষছেন।
গত মে মাসে ১১ দিনব্যাপী হামাস-ইসরাইল যুদ্ধে ইহুদিদের শত শত বিমান হামলায় গাজায় হামাসের তৈরি দীর্ঘদিনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হিজবুল্লাহর সঙ্গে বৈঠকে হামাস নেতা অস্ত্রভাণ্ডার ও কোষাগারের সমৃদ্ধির সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত