হবু বউ পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার আত্মগোপন, ৭দিন পর উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান গত ২৩ জুন নিখোঁজ হন। এক সপ্তাহ রহস্যজনকভাবে আত্মগোপন করে থাকা গাইবান্ধার পলাশবাড়ির ব্যাংক কর্মকর্তাকে গত ৩০ জুন রাতে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। হবু বউ পছন্দ হয়নি বলে স্ব-ইচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১ জুলাই) গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, আবু সুফিয়ানের বিয়ের জন্য তার পরিবার এক পাত্রী ঠিক করে। কিন্তু হবু বৌ পছন্দমত না হওয়ায় তিনি আত্মগোপন করেন। তাকে উদ্ধারের পর পরিবারের হেফাজতে পাঠানো হয়েছে। আবু সুফিয়ানের বাবা আবুল কাশেম জানান, গাইবান্ধা শহরের এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয় আবু সুফিয়ানের। বিয়ের দিনক্ষণ ছিল ২৪ জুন। কিন্তু এর আগের দিন বিকাল ৫টায় কেনাকাটার জন্য গোবিন্দগঞ্জ বাজারে গিয়ে তার ফোন বন্ধ করে ফেলে। এরপর থেকে তাকে না পেয়ে পলাশবাড়ি থানায় সাধারণ ডায়েরি করি।
পুলিশ সুপার জানান, পরিবারের দায়ের করা জিডির প্রেক্ষিতে তৎপরতা শুরু করে পুলিশ। মোবাইল ট্র্যাকিং করে সুফিয়ানের অবস্থান বের করা যায়। পরে রাজধানীর আদাবরের একটি বাড়ি থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আবু সুফিয়ানের বরাত দিয়ে পুলিশ সুপার আরও বলেন, পরিবারের ঠিক করা পাত্রী পছন্দ না হওয়া বিয়ের কেনাকাটার অযুহাতে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকা চলে যান। সেখানে আদাবর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত