দুমকিতে চলছে লকডাউন, সফল করতে মাঠে প্রশাসন

| আপডেট :  ০১ জুলাই ২০২১, ০৭:৪৪  | প্রকাশিত :  ০১ জুলাই ২০২১, ০৭:৪৪

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন পালনের প্রথমদিনে বৃহস্পতিবার সকাল থেকেই পটুয়াখালী শহরের বিভিন্ন সড়ক গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জরুরী প্রয়োজনে সড়ক গুলোতে কিছু কিছু মানুষ বের হলেও তারা অধিকাংশই পায়ে হেটে কিংবা রিকশায় চলাচল করছে।

এ সময় তাদের সবাইকেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। লকডাউনের মধ্যে একটি নুরানি মাদ্রাসা চালু ছিলো,খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা সেটা বন্ধ করে দেন।এদিকে শহরের কাচাঁ বাজার ও ফার্মেসী ছাড়া উপজেলার সকল দোকনপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবেঁ অলিতে গলিতে কিছু দোকান খোলা রয়েছে।অপরদিকে যেসব মানুষ মাস্ক ছাড়া বাহিরে বের হচ্ছে তাদের কে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাস্ক সরবরাহ করতে দেখা গেছে।

এদিকে কিছু খেটে খাওয়া মানুষ বিভিন্ন কারনে ঢাকা থেকে ছোটছোট যানবাহনে ও হেটে হেটে বাড়িতে আসতেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত