দুমকিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

| আপডেট :  ০২ জুলাই ২০২১, ০৪:৪৩  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২১, ০৪:৪৩

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালী দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্রাক ব্যাংকের পাশের ভবনে মামপি রানী সাহা(২২) নামে এক গৃহবধূ বৃহঃপতিবার সন্ধায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে, গৃহবধূ দোতলার নিজ কক্ষে শিশু ছেলে শুদ্ধ (৪) কে নিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে গিয়েছিলো। সন্ধ্যার পরে ছেলের কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গৃহবধুকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূর স্বামী শুভঙ্কর সাহা ঘটনার সময় পীরতলা বাজারে নিজ দোকানে ছিলেন।

তিনি জানান , তার স্ত্রী বাপের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য বার বার বলেছিল কিন্তু লগডাউনের কারনে তার আবদার পূরণ করা সম্ভব হচ্ছিল না। মৃত মামপি সাহার বাপের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে।দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত