এবার সু চিকে মুক্তি দাও: জাতিসংঘ

| আপডেট :  ০২ জুলাই ২০২১, ০৫:০৫  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২১, ০৫:০৫

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। তখন গ্রেফতার করা হয় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী, ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। এরপর থেকে তারা মিয়ানমারের কারাগারেই বন্দি আছেন। এবার তাদের ছেড়ে দেওয়ার জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রতি আহ্বান জানাল জাতিসংঘ।

মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরদিন এ আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর রয়টার্সের।
ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছে। রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখায় জান্তা সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে।

এমতাবস্থায় বুধবার কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়। তাদের মুক্তির পর সুচিরও দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান গুতেরেস।

‘আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি’- বলেছেন গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত