‘কঠোর লকডাউনের’ দ্বিতীয় দিন গ্রেপ্তার ৩২০
সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ২০৮ জনকে। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার (২ জুলাই) সারাদিনই থেমে থেমে বৃষ্টি ছিল রাজধানীতে। ছুটির দিনে রাস্তায় লোক চলাচলও ছিল আগের দিনের চেয়ে কম। ফলে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্টে কড়াকড়িও কিছুটা শিথিল ছিল আগের দিনের চেয়ে। কিন্তু দিন শেষে দেখা গেল গ্রেপ্তারের সংখ্যা একেবারে কম নয়।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে মেট্রোপলিটন অর্ডিন্যান্স আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর ৮টি জোনে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। যারা ঘরের বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে পারেননি তাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লকডাউন কার্যকর করতে শুক্রবার ভোর থেকে রাজধানীর পাড়া-মহল্লার অলি-গলি থেকে শুরু করে প্রধান সড়কে টহল জোরদার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এসব চেকপোস্টে পথচারী বা যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষ যেন অযথা ঘরের বাইরে ঘোরাফেরা করতে পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণরোধে বৃহস্পতিবার থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৭ জুলাই পর্যন্ত চলবে এই লকডাউন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত