‘দুরবিন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না’
সারা দেশে দুরবিন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার (৪ জুলাই) সকালে ধানমন্ডি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘এদেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।’ মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ২ কোটি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। আর কোনো রাজনৈতিক দল এটা করেনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত