কোপার ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি

| আপডেট :  ০৪ জুলাই ২০২১, ০৯:৪৮  | প্রকাশিত :  ০৪ জুলাই ২০২১, ০৯:৪৮

শেষ আটের দ্বৈরথ শেষে শুরু হচ্ছে কোপা আমেরিকার সেমিফাইনালের মহারণ। গতবারের সেমিফাইনালিস্টদের তিন দলই আবারও শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পেরুর সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে কলম্বিয়া। শেষ আট থেকে বিদায় নেয় গতবারের আরেক সেমিফাইনাল খেলা দল চিলি।

চিলির বিপক্ষে ১০ জনের দল নিয়ে জিতে সেমিফাইনালে পৌঁছায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালে সেলেকাওরা লড়বে পেরুর বিপক্ষে। রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে প্যরাগুয়েকে হারিয়ে শেষ চারে ওঠে পেরু।

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গতকাল ইকুয়েডরকে ৩-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে কলম্বিয়া।
ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি।

সেমিফাইনালের সূচি:

৬ই জুলাই ব্রাজিল-পেরু ভোর ৫টা

৭ই জুলাই আর্জেন্টিনা-কলম্বিয়া সকাল ৭টা

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত