অক্সিজেন নিয়ে মানুষের পাশে ‌’জাগরণ’

| আপডেট :  ০৫ জুলাই ২০২১, ১২:৪০  | প্রকাশিত :  ০৫ জুলাই ২০২১, ১২:৪০

সারােদেশ করোনার মহামারির কারণে অনেকটাই সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। এই দুযাের্গকালীন সময়ে মানুষের পাশে অক্সিজেন নিয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক সংগঠন ‌জাগরণ’। যার নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক “জাগরণ ” এর প্রধান সমন্বয়ক আলীমুল ইসলাম। তার সাথে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদেরকে সাথে নিয়ে গত ১ জুলাই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় “জাগরণ অক্সিজেন সেবা” চালু করেন।

“জাগরণ” এর প্রধান সমন্বয়ক আলীমুল ইসলাম বলেন, বর্তমানে সারা বাংলাদেশের ন্যায় বুড়িচং ব্রাহ্মণপাড়ায় করোনা রোগীর প্রকোপ অনেক বেশি। করোনা রোগীর প্রকোপ বাড়লে ও আমাদের অত্র এলাকায় পর্যাপ্ত পরিমান অক্সিজেন সাপোর্ট নাই, একেবারেই নাই। বিবেকের তাড়নায় আমাদের নব-নির্বাচিত মাননীয় এড. আবুল হাসেম খাঁন এমপির সাথে কথা বলি, এমপি মহোদয় আমাদের মহতী উদ্যোগে সাড়া দেন। উনার পক্ষ থেকে ছয়টি সিলিন্ডার উপহার প্রদান করেন। ভবিষ্যৎতে “জাগরণ” এর সাথে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন ।

তিনি আরো বলেন, মানব প্রেমে অতীতের ন্যায় ” জাগরণ ” সবসময় জেগে ওঠবে, আঁধার কেটে আলো আসবেই। করোনামুক্ত যে নতুন ভোরের স্বপ্ব আমরা দেখি সেই ভোর বেশি দূরে নয়। অন্ধকারের অমানিশা ভেদ করে নতুন ভোরের মাধ্যমে সুখের সোনালি সূর্য আবার ফিরে আসবে। এই অন্ধকার সময়ে আলোর স্ফুলিঙ্গ হয়ে সকল সংকট সংশয়ে মানুষের পাশে থাকবে ভালোবাসার ” জাগরণ অক্সিজেন সেবা”

এ প্রসঙ্গে জাগরণ টীমের আরেক উদ্যোমী হাবিব বাপ্পী বলেন, ‘মানব প্রেমে ‌‌’জাগরণ ‘ জেগে ওঠুক এই প্রত্যয় নিয়ে আমরা দিনরাত মানুষের পাশে থাকব। এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে। যতদিন সংকট সংশয় থাকবে ততদিন ডাক্তারের প্রস্ক্রিপশন সাপেক্ষে সম্পূর্ণ বিনা মূল্যে আমরা সেবা দিয়ে যাব।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত