টিকটক হৃদয়ের সহযোগী হিরো অনিকসহ গ্রে’প্তার ৫
টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী ও রাজধানীর মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
আজ সোমবার (৫ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, রোববার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে র্যাব-৩ এর একটি টিম রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এএসপি আ ন ম ইমরান খান আরও জানান, ২০১৬ সালের ১১ মে রাতে মগবাজার চেয়ারম্যান গলিতে আরিফ (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হিরো অনিকসহ চার-পাঁচজন আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ভারতের কেরালায় এক বাংলাদেশি তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা রিফাতুল ইসলাম হৃদয় বা ‘টিকটক হৃদয় বাবু’ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ভারতের কয়েকটি রাজ্যের অপরাধীদের সঙ্গে মিলে মানব পাচারের আন্তর্জাতিক চক্র গড়ে তোলেন। পুলিশ জানায়, এই চক্রটির নেটওয়ার্ক বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের দুবাইসহ কয়েকটি দেশ পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত