স্পিকারকে ‘গালাগাল’ করে বিজেপির ১২ বিধায়ক বরখাস্ত

| আপডেট :  ০৬ জুলাই ২০২১, ১২:১৩  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২১, ১২:১৩

মহারাষ্ট্রের বিধানসভার স্পিকারকে গালাগাল করার অভিযোগে বিজেপির ১২ জন বিধায়ককে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার অসংসদীয় ভাষায় গালাগাল করায় স্পিকার-ইন-চেয়ার (ভারপ্রাপ্ত) ভাস্কর যাদব তাদের এক বছরের জন্য বরখাস্ত করেন। ভাতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিশৃঙ্খলার মধ্য দিয়েই এদিন মহারাষ্ট্র বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হয়। অধিবেশনে অন্যান্য পিছিয়ে পড়া জাতি (ওবিসি) ইস্যুতে বিরোধী দল উত্তেজনা তৈরি করে। তাদের কথা বলার মতো পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

স্পিকার ভাস্কর যাদব বলেন, ‘বিরোধী দলের নেতারা আমার কেবিনে আসে এবং অসংসদীয় ভাষায় আমাকে গালাগাল করেন। এ সময় দেবেন্দ্র ফাড়নাবিস ও সিনিয়র নেতা চন্দ্রকান্ত পাতিল উপস্থিত ছিলেন। কয়েকজন নেতা আমাকে টানাহেঁচড়া করেন।’

তবে এ অভিযোগ অস্বীকার করে বিরোধী দল বিজেপির নেতাদের অভিযোগ, যারা স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের অপমান করা হয়েছে।

ঘটনাটি তদন্তের জন্য স্পিকার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রীকে বলেন। পরে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিজেপির ১২ জন বিধায়ককে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া নেতারা হলেন সঞ্জয় কুতে, আশিষ শেলার, অভিমন্যু পাওয়ার, গিরিশ মহাজন, অতুল ভাটকালকার, পরাগ আলাভনি, হারিশ পিম্পাল, রাম সাতপুতে, বিজয় কুমার রাওয়াল, যোগেশ সাগর, নারায়ণ কুচে এবং কিরতিকুমার বাংদিয়া।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত