করোনায় ১০০ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ২৩ হাজার

| আপডেট :  ০৬ জুলাই ২০২১, ০৮:৫৪  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২১, ০৮:৫৪

দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০০ পুলিশ সদস্য মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি পুলিশ সদস্য। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শুরু থেকেই করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে পুলিশ। যে কারণে শুরুতে পুলিশে করোনা আক্রান্তের হারও ছিল উদ্বেগজনক। পরবর্তীতে সদর দফতরের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়ায় পুলিশে করোনায় আক্রান্তের হার কমে আসে। নতুন করে আবারও পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।

সর্বশেষ সোমবার (৫ জুলাই) বিকালে করোনায় প্রাণ হারিয়েছেন ট্রাফিক কনস্টবল মো. জামাল মাতুব্বর (৫২)। তিনি ঢাকা রেঞ্জের অধীনে রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাজবাড়ী সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (৬ জুলাই) রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৬ জুলাই) বিকালে আহসান হাবিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২৮ এপ্রিল প্রথম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য কনস্টেবল জসিম উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গতকাল সোমবার (৫ জুলাই) পর্যন্ত ১০০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশে করোনা সংক্রমণ থেকে মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। আর বর্তমান পরিস্থিতি মোকাবিলাতেও মোকাবেলায়ও পুলিশ তার সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়াবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত