পুলিশকে বলে ওষুধ কিনতে যাচ্ছি, পিছু নিয়ে দেখেন জুয়ার আসরে

| আপডেট :  ০৬ জুলাই ২০২১, ০৯:৫৮  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২১, ০৯:৫৮

করোনা ভাইরাস রোধে দেশব্যাপী চলা কঠোর বিধিনিষেধের সময় বাইরে বের হওয়ার কারণ হিসেবে পুলিশকে দুজন ব্যক্তি জানায়- ওষুধ কেনার জন্য বের হয়েছেন তারা। দুজনের কথায় পুলিশের সন্দেহ হলে তাদের পিছু নেয় পুলিশ। শেষ পর্যন্ত দেখা যায় ওই দুই ব্যক্তি জুয়ার আসরে গিয়ে বসেছেন। পরে জুয়ার আসর থেকে ওই দুই ব্যক্তিসহ মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মান্নান (২৭), মো. জাফর (৫৫), মো. করিম (৩২), মো. জাহাঙ্গীর হোসেন (৪০), তাজুল ইসলাম (৬০), মো. আলমগীর (৪৭), মো. কামাল (৩৮) ও মো. সুমন (২৯)। সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার চৌমুহনী নাজিরপুল কলাবাগান এলাকায় ঘটেছে এ ঘটনা।

পুলিশ জানিয়েছে, রাতে থানা পুলিশের নিয়মিত টহল চলছিল। তখন দুই ব্যক্তিকে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে জানান- ওষুধ কিনতে বের হয়েছেন তারা। সন্দেহ হওয়ায় তাদের পিছু নিয়ে একটি জুয়ার আসর থেকে ওই দুজনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, তাস ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।

ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তার আটজনকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত