করোনায় চার ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু

| আপডেট :  ০৭ জুলাই ২০২১, ০৯:২৭  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২১, ০৯:২৭

করোনাভাইরাস দিন দিন বেড়েই চলছে। কুষ্টিয়ায় বুধবার (৭ জুন) চার ঘণ্টার ব্যবধানে করোনায় পিতা-পুত্রের মৃত্যূ হয়েছে। পিতা হাজী আব্দুল আজিজ (৮৫) হাসপাতালে ও পুত্র মতিয়ার রহমান (৫২) স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বজনরা জানান, কুষ্টিয়া করোনা ডেটিকেটেড হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় দুপুর ১টায় মারা যান বাবা আব্দুল আজিজ। এরপর বিকেল ৫টায় শহরের তোফাজ্জেল হেল্থ ক্লিনিকে করোনা উপসর্গ নিয়ে মারা যান ছেলে মতিয়ার রহমান। বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকারম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা করোনা আক্রান্ত ছিলেন এবং ছেলে উপসর্গ ছিল। ওই পরিবারের অন্যরাও আক্রান্ত বলে তিনি জানান।

জানা যায়, কুষ্টিয়া বড় বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সোয়া ১ টারদিকে মারা যান। এদিকে শহরের বেসরকারী ক্লিনিক তোফাজ্জুল হেলথ সেন্টারে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর মেজো ছেলে করোনা আক্রান্ত মতিয়ার রহমান একই দিন বিকাল ৫ টারদিকে মারা যান।

ক্লিনিকে চিকিৎসার এক পর্যায়ে মতিয়ার রহমান করোনা নেগেটিভ হলেও হঠাৎ শারিরিক অবনতিতে তিনি মারা যান। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে আজ বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া হাসপাতালে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত