কুয়েত আমিরের সমালোচনা করায় কবি আটক

| আপডেট :  ০৮ জুলাই ২০২১, ১২:৩৫  | প্রকাশিত :  ০৮ জুলাই ২০২১, ১২:৩৫

কুয়েত আমিরের সমালোচনা করে টুইট করায় দেশটির এক কবিকে আটক করেছে কর্তৃপক্ষ। জামাল আল সায়ার নামের এই কবি ও একটিভিস্টের বিরুদ্ধে আমিরকে অপমান, ভুয়া খবর ছড়ানো এবং মোবাইল ফোন অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। বুধবার (৭ জুলাই) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কুয়েত সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। জামালের আইনজীবী রয়টার্সকে জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় রাস্তা থেকে কবিকে আটক করে পুলিশ।

জামাল টুইটে লিখেছিলেন, ইউর হাইনেস এবং দ্য ক্রাউন প্রিন্স, পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। আপনি সরকারকে সংবিধান ব্যাহত ও লঙ্ঘন করার সুযোগ দিয়েছেন। এটা সংসদ এবং জনগণের ইচ্ছার পরিপন্থি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত