রংপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৪৪, মৃত্যু ৬
করোনায় প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলছে। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৪৪ জনের দেহে। বিভাগে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার ৪ জন, দিনাজপুরের ২ জন, লালমনিরহাটের ৩ জন, নীলফামারীতে একজন রয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬১২ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল ২৪ ঘণ্টায় এই বিভাগের দিনাজপুর ২২৬, ঠাকুরগাঁয় ১৪৮, রংপুরে ১১৬, নীলফামারীতে ৮৯, পঞ্চগড় ৫৪, গাইবান্ধায় ৪৭, কুড়িগ্রামে ৪২ এবং লালমনিরহাট জেলায় ২২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ৯ হাজার ৮৭৪ জন আক্রান্ত ও ২১৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৬ হাজার ৮৩২ আক্রান্ত ও ১২৩ জনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও জেলায় ৪ হাজার ২৩৫ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৪৬৩ জন আক্রান্ত, ২৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ২১৮ জন আক্রান্ত ও ৪২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ১৩০ জন আক্রান্ত ও ৩০ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৭৪১ জন আক্রান্ত, ৩৭ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ৩৭৮ জন আক্রান্ত এবং ২৮ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত