প্রায় দ্বিশতক মৃত্যু দেখলো দেশ, সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

| আপডেট :  ০৮ জুলাই ২০২১, ০৫:৪৩  | প্রকাশিত :  ০৮ জুলাই ২০২১, ০৫:৪৩

দেশে করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে করোনা ও করোনার উপসর্গে উচ্চঝুঁকিতে রয়েছে দেশের বিভিন্ন জেলা। আজ ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১৯৯ জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত ১১ হাজার ৬৫১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৭৯২ জনে। মোট শনাক্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। ৩৬,৮৫০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১.৬২ শতাংশ। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনায় দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরের ১৪ জেলায় জেলার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।

এখন পর্যন্ত পাওয়া ১৪ জেলার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা জেলায়। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরে ময়মনসিংহে-১৭ জন, কুষ্টিয়ায়-১৭ জন, চুয়াডাঙ্গায়-১০ জন, যশোর-১১ জন, ফরিদপুর-১৫ জন, বগুড়ায়-১২ জন, টাঙ্গাইল-১১ জন, সাতক্ষীরায়-১০ জন, বরিশালে-১০ জন, চট্টগ্রামে-৯ জন, কুমিল্লায়-৭ জন এবং কিশোরগঞ্জে ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার সিভিল সার্জনের কাজ থেকে পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।

এদিকে, গতকাল (৭ জুলাই) সারাদেশে ২০১ জনের মৃত্যু হয়। শনাক্তের সংখ্যা ছিল ১১ হাজার ১৬২ জনে। যা বিগত সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আজকের বিশ্ব করোনা আপডেট: বেশ কয়েকদিন বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা নিম্নমুখি থাকলেও ফের বাড়তে শুরু করেছে এর সংখ্যা। গতকাল বুধবার একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯৩০ জন। এছাড়া ঐদিন আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখ ২৪ হাজার ৫৫৬ জন। এদিকে আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ লাখ ১৭ হাজার ৬২২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৫৬২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৭ কোটি ৯০ হাজার ২৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৬৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ২৪৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৩২ হাজার ৩৯ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৩১৩ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৬১১ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৬৭০ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৭ লাখ ৮ হাজার ৫৭০ জন। মারা গেছেন ৪ লাখ ৫ হাজার ৫৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৪৬৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত