তাসকিনের নাচ দেখে ক্ষেপে গেলেন জিম্বাবুয়ের পেসার, ভিডিও ভাইরাল
যে ম্যাচের শুরুতে ৮ রানে নেই ২ উইকেট, সেই ম্যাচ এখন ৮ উইকেটে ৪৩৯ রান। এমন অবিশ্বাস্য কীর্তি হয়েছে ইতিহাস গড়া নবম উইকেটের জুটিতে। মাহমুদউল্লাহ-তাসকিন জুটি দেড়শো রান ছাড়িয়ে ইতোমধ্যে। এর আগে অধিনায়ক মুমিনুল হকের ৭০ রান ও লিটন দাসের ৯৫ রান দলকে খাদের কিনারা থেকে তুলে আনে।
১৬ মাস পর টেস্টে অন্তর্ভূক্তির পরই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। তবে তার এই অনবদ্য ইনিংস থেকেও বড় করে দেখা হচ্ছে তাসকিনের হাফসেঞ্চুরিকে।
কারণ একজন পেসার থেকে আর কতটুকুই বা আশা করতে পারে দল। ম্যাচ শুরুর আগে শঙ্কা ছিল মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিতে পারবেন তো তাসকিন। আর সেই তাসকিনই এখন অধিনায়কের স্কোরকে ছাড়িয়ে যাওয়ার পথে।
অনেকটা ওয়ানডে মেজাজে মাত্র ৭১ বলে ৮ চারের মারে অর্ধশতক তুলে নেন তাসকিন। অনেকের মতে তার এই আগ্রাসী ইনিংসের সহায়তা করেছেন জিম্বাবুয়ে দলের পেসার ব্লেসিং মুজারাবানি।
উত্তপ্ত বাক্য বিনিময়ে তাসকিনকে ক্ষেপিয়ে তুলেছিলেন মুজারাবানি। আর তাসকিন তার জবাব দিলেন ব্যাট দিয়ে রান করে।
ঘটনাটি ইনিংসের ৮৫তম ওভারে। ওভারের চতুর্থ বলটি বাউন্সার মারেন মুজারাবানি। সেটি ছেড়ে দেন ব্যাটসম্যান তাসকিন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করেন বাংলাদেশের এই তারকা পেসার।
তাসকিনের সেই নাচ স্বাভাবিকভাবে নিতে পারেননি মুজারাবানি। তেড়ে যান তাসকিনের দিকে। তাসকিনও ছেড়ে দেবার নন। কথা কাটাকাটিতে ঝগড়া লেগে যায়। মুজারাবানির মুখে হেলমেট লাগিয়ে চোখ রাঙানী দেন তাসকিন।
এ সময় আম্পায়ারের মধ্যস্ততায় মিটমাট হয়ে যায় বিষয়টি। মুজারাবানি ফিরে যান তার বোলিং প্রান্তে। ততক্ষণে ক্যামেরায় ধারণ করা সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। , যা দ্রুতই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪৩৯ রান। ২৫৬ বলে ১২৪ রানে ব্যাট করছেন মাহমুদউল্লাহ। অপরপ্রান্তে তাসকিন অপরাজিত ১২৭ বলে ৭৫ রান নিয়ে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত