দুমকিতে লকডাউনে ওসির নেতৃত্বে কঠোর অবস্থানে পুলিশ
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে লকডাউন বাস্তবায়নে ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। শনিবার উপজেলার থানা ব্রিজ, সিনেমা হল চত্বর, ইউনিভার্সিটি স্কয়ার, লেবুখালী ফেরিঘাট ও চরগরবদি ফেরিঘাটসহ পুরো উপজেলা জুড়ে পুলিশকে অত্যন্ত তৎপর দেখা গেছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, পটুয়াখালীর পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে লকডাউন কার্যকর করতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এসময় তিনি লকডাউনে সকল বিধিনিষেধ মানতে স্থানীয় জনসাধারণের প্রতি অনুরোধ জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত