কোরবানির গরুর হাট কাপাতে আসছে নয়া রাজা!

| আপডেট :  ১১ জুলাই ২০২১, ১২:৫৯  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২১, ১২:৫৯

ঈদুল আযহাকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় অগ্রানিক পদ্ধতিতে নিজেস্ব খামারে উৎপাদিত বীজ থেকে ফ্রিজিয়ান জাতের গরু নয়া রাজাকে কোরবানীর জন্য তৈরি করা হয়ছে। খামারী আবুল হোসেন শখের বসে এই গরুটির নাম রেখেছেন নয়া রাজা। চোখে মুখে ভালো লাভের স্বপ্ন থাকলেও মনে রয়েছে করোনার আতঙ্ক।

৩৫ মণরে অধিক এই নয়া রাজার বিক্রয় মূল্য নির্ধারণ করেছেন পনেরো লাখের উপরে।স্বপ্ন বিলাশী খামারী আবুল এমনই স্বপ্ন দেখেছেন নয়া রাজাকে নিয়ে। এই নয়া রাজা কি পারবে খামারী আবুলের স্বপ্ন পুরণ করতে।

খামারী আবুল হোসেন বলনে,দক্ষিণ গাজীরচট এলাকায় আয়শা এ্যাগ্রো নামে ১৬ বছর আগে একটি গরুর খামার তৈরি করে থাকি। ২০১৫ সালে এসে প্রথম সাভারের কোরবানীর গরুর হাটে মহারাজা নামরে গরুটি বিক্রি করি বারো লাখ টাকায়। তারই বংশধর ৩৫ মণরে অধিক ওজনের অধিকারী নয়া রাজা। ৬২টি ষাড়ের মধ্যে সেই মহারাজাকে হার মানয়িে নয়া রাজাকে নয়িে আবার সাভাররে বাজারে শ্রেষ্ঠ খামারীর হওয়ার আশাকরি।

পরিচর্চাকারীরা জানায়, আমরা তিন বেলা নয়া রাজাকে গোসল দিয়ে পুষ্টিকর প্রাকৃতিক খাবার খাইয়ে থাকি।খাবারের তালিকায় থাকে কাঁচা ঘাস, ভূসি,খড়,এবং ৬লিটার দুধ।

এবিষয়ে সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সাজেদুল ইসলাম বলেন,সাভার উপজলোয় মোট ছোট বড় মলিয়িে ৬৫০০টি গরুর খামারে দুই লাখ পঞ্চাশ হাজার গরু রয়ছে। আমরা নিয়মিত এই খামারের খোজ খবর নিয়ে থাকি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত