শিরোপা জিতে কত টাকা পাচ্ছে আর্জেন্টিনা

| আপডেট :  ১১ জুলাই ২০২১, ০৫:১০  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২১, ০৫:১০

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা কাপ জিতল আর্জেন্টিনা। তাই পুরস্কার পাওয়ার ক্ষেত্রেও তাদের জয়জয়কার। সদ্য সমাপ্ত আসর থেকে যে পুরস্কার জিতেছে আর্জেন্টিনা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

পুরস্কারের তালিকা

শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছে ৬.৫ মিলিয়ন মর্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৬১০ টাকা।

রানার্সআপ ব্রাজিল পেয়েছে ৩.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি ৬১ লাখ ৪১ হাজার ৭৯০ টাকা।

সোনার বুট (সর্বোচ্চ গোলদাতা) পেলেন লিওনেল মেসি ( ৪ গোল করেছেন, ৫ গোল করিয়েছেন)

সেরা গোলকিপার হলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়িনা মার্তিনেজ (৪টি ক্লিনশিট)

সোনার বলও পেলেন মেসি (টুর্নামেন্টের সেরা খেলোয়াড়)

ফাইনালের সেরা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া

দীর্ঘ ২৮ বছর এই দিনটির অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। অপেক্ষায় ছিল, জাতীয় দলের হয়ে সময়ের সেরা ফুটবলার মেসির হাতে শিরোপা দেখার। অবশেষে সব অপেক্ষার প্রহর শেষ হলো। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে স্বপ্নের ট্রফি জিতল আর্জেন্টিনা।

আজ রোববার ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা শিরোপার উল্লাস করে। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ডি মারিয়া। ২০০৪ সালে সিজার দেলগাদোর পর প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে কোপার ফাইনালে গোল করলেন ডি মারিয়া।

মারাকানায় ম্যাচটিতে বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। প্রথমার্ধের ৬০ ভাগ সময় বল দখলে রেখেছেন নেইমাররা। আক্রমণেও এগিয়ে ছিল স্বাগতিকরা। পুরো ম্যাচে ১৩টি শট নিয়েছে ব্রাজিল, যার মধ্যে দুটি ছিল অনটার্গেটে যাওয়ার মতো। অন্যদিকে আর্জেন্টিনার পাঁচ শটের মধ্যে লক্ষ্যে যাওয়ার মতো ছিল দুটি। তার মধ্যেই সফল লিওনেল স্কালোনির দল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত