আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু, ঢাকায় ছয়দিনে আক্রান্ত ২২১

| আপডেট :  ১১ জুলাই ২০২১, ০৮:০৬  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২১, ০৮:০৬

করোনা মধ্যেই দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। রাজধানীতে এডিস মশার কামড়ে গত ছয়দিনে ২২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আজ রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১৮৯ জন, আর বাকি ১ জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি আছেন।

এডিস মশার কামড়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত ৭২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৩৬ জন। তবে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এডিসের লার্ভা বেশি পাওয়া যায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে। আর এই প্রকোপে চলতি বছরের জানুয়ারি মাসে শনাক্ত হয়েছেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিন জন, মে মাসে ৪৩ জন, আর জুন মাসে ২৭১ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত