দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার

| আপডেট :  ১৩ জুলাই ২০২১, ০১:৪৭  | প্রকাশিত :  ১৩ জুলাই ২০২১, ০১:৪৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হবে। এ জন্য ভারতীয় কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স ও দিলিস্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সোমবার দিলিস্নতে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান, ভারতীয় কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের প্রেসিডেন্ট বিনয় সহস্রবুদ্ধে, বাংলাদেশ দূতাবাস এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের মহাপরিচালক দিনেশ কে পাটনায়েক ও দিলিস্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পিসি জোশি চুক্তিতে সই করেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলা এ উপলক্ষে একটি বার্তা পাঠিয়েছেন। এ ছাড়া ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বোয়ামী ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত