পুলিশের বিরুদ্ধে অটোরিকশা চালকের নেওয়ার অভিযোগ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত
ময়মনসিংহের ভালুকায় পুলিশের বিরুদ্ধে এক অটোরিকশা চালকের ৬০০ টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন ও অভিযুক্ত তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) সোহেল রানা জানান, ফেসবুকে ভাইরাল একটি পোস্টের বিষয়ে পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার দৃষ্টি আকর্ষণ করে ইনবক্সে বার্তা দেন এক ব্যক্তি। অভিযোগটি গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে বার্তাটি সংশ্নিষ্ট ইউনিট কমান্ডারদের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। পরে জানা যায়, ঘটনাস্থলে নিকটবর্তী হাইওয়ে পুলিশ ফাঁড়ির তিনজন সদস্য দায়িত্বরত ছিলেন। গাজীপুর হাইওয়ে রিজিয়নের কমান্ডার আলী আহমদ খান বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন। একইসঙ্গে অভিযুক্ত তিন সদস্যকে তাৎক্ষণিক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে মাঠপর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত কমিটি এরইমধ্যে সংশ্নিষ্ট রিকশাচালকের সঙ্গে যোগাযোগ করেছে। তাকে সকল প্রকার সহযোগিতা ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সকল সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত