দুমকিতে করোনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে বীর মুক্তি যোদ্ধা হারুন-অর-রশীদ (৭৪)করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
গত দু’বছর ধরে তিনি কিডনি, ডায়াবেটিকস ও লিভারজনিত রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে দেখে অন্যান্য পরীক্ষার সঙ্গে কোভিড-১৯ পরীক্ষাও করাতে বলেন। পরের দিন করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি করোনা ইউনিটে ভর্তি ছিলেন। মঙ্গলবার ১৩ জুলাই বেলা ১১টার দিকে তার নিজ বাড়ির জামে মসজিদের সামনে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুলাহ সাদীদ এর নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অন্যান্য মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। পরে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত