ঢাকা মহানগর ছাত্রদলের ৪ ইউনিটে নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ ইউনিটের দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা মহানগর ছাত্রদলের কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিমের দুই (২) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আরও বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
ঢাকা মহানগর পূর্ব আহ্বায়ক : শেখ খালিদ হাসান জ্যাকি ও মোহাম্মদ আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে।
ঢাকা মহানগর পশ্চিম আহ্বায়ক : মহসিন সিদ্দিকী রনি ও আশরাফুল হোসেন মামুনকে সদস্য সচিব করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক: জসিম শিকদার রানা ও রুহুল আমিন সোহেলকে সদস্য সচিব করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক : শাহ আলম (পাভেল শিকদার) ও নিয়াজ মাহমুদ (নিলয়)কে সদস্য সচিব করা হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ প্রস্তাবনা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতরে জমা দেওয়ার জন্য ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবদের নির্দেশ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত