দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু
দেশে ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২২৬ জনের প্রাণহানি হয়েছে। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ২৭৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে। ২৪ ঘন্টায় ৪২ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে পরীক্ষায় শনাক্তের হার ২৯.১৪ শতাংশ। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে আজ বিশ্বজুড়ে করোনা মহামারিতে ২৪ ঘণ্টায় নতুন সাড়ে ৮ হাজার ১৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট প্রাণহানি ৪০ লাখ ৭৪ হাজার ছাড়াল। এদিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ১২ হাজার ৬৯৩ জন। বিশ্বজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৯৭৯ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টার এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সুস্থ হয়েছে ৪ লাখ ১০ হাজার মানুষ। ফলে বিশ্ব মোট করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো ১৭ কোটি ২৪ লাখ ৭ হাজার ১৭ জন।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৩৭৪ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৮৩ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৮২৩ জনে।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৫৮০ জনের এবং ব্রাজিলে ১ হাজার ৫৭৪ জনের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত