অক্সিজেন সহায়তা ছাড়া শ্বাস নিতে পারছেন খালেদা জিয়া
করোনা আক্রান্ত হওয়ার পর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক। তার অবস্থার কোনো উন্নতি বা অবনতি না হলেও আজ শনিবার (৮ মে) জানা যায়, অক্সিজেন সাপোর্ট ছাড়াও শ্বাস নিতে পারছেন তিনি। শনিবার (৮ মে) খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলেন, আজ অক্সিজেন সাপোর্ট ছাড়াও কিছু সময় স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন তিনি। গতকাল শুক্রবার তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এগুলোর রিপোর্টও আগের তুলনায় ভালো বলা যেতে পারে। কিন্তু এখনও তিনি শ্বাসকষ্ট অনুভব করছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগের মতোই আছে ম্যাডামের অবস্থা। গতকালের চেয়ে শারীরিক অবস্থায় উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি।’
তিনি বলেন, ‘তার (খালেদা জিয়ার) বিদেশে যাওয়া তো সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। সরকার এখনও আমাদের কিছু জানায়নি। তবে খবরে দেখলাম আইনমন্ত্রী বলেছেন, আগামীকাল (রোববার) তাকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে মতামত দেবেন। সরকারের পক্ষে থেকে অনুমতি পাওয়ার পর ম্যাডামকে বিদেশে নেওয়ার বিষয়ে প্রস্তুতির প্রশ্ন আসবে। আগে তো অনুমতি পেতে হবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত