অবশেষে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা

| আপডেট :  ১৫ জুলাই ২০২১, ০৯:৫৮  | প্রকাশিত :  ১৫ জুলাই ২০২১, ০৯:৫৮

অবশেষে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগামীকাল বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এ নিয়ে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন খোদ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

তিনি বলেন, আমরা এখনো জানিনা কাদের বিপক্ষে খেলবো। তাদের স্কোয়াড দেখলাম না। এমনকি খেলার আগে কোয়ারেন্টিনে থাকতে হয়। ওদের কাউকে তো হোটেলেও দেখলাম না! কি কারণে এত দেরিতে স্কোয়াড দিলো জিম্বাবুয়ে বোর্ড সেটি জানা যায়নি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা দল ঘোষণা করেছে।

তবে ধারণা করা হচ্ছে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার জন্য সময় নিয়েছে তারা। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ শেষে দীর্ঘদিন পর আবারো জাতীয় দলের হয়ে ফিরছেন তিনি। তাকে দলে রাখা হবে কিনা, এ সিদ্ধান্ত নিতেই দেরি করে ফেলেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এই সিরিজেও নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর। তার নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ১৮ ও ২০ জুলাই।

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জংয়ে, তিনাশে কামুনহুকাম্বে, উসলে ম্যাডভেরে, টিমাইসেন মারুমা, তাডিওয়ানসে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা এবং ডোনাল্ড তিরিপানো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত