দোকানে ম্যাজলাইট চেয়ে না পেয়ে সংঘর্ষ আহত ২০

| আপডেট :  ১৭ জুলাই ২০২১, ১২:২০  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২১, ১২:২০

ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকির লেবুখালী ফেরীঘাটে তুচ্ছ ঘটনায় একদোকানীকে মারধরের জেরে দু’পক্ষের হামলা-মারধরে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর জখমী ৭জনকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাজায়, শুক্রবার সকালে ঢাকা ফেরত পটুয়াখালী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফলের পৌর মেয়র জিয়াউল হক জুয়েলকে লেবুখালী ফেরীঘাটে স্বাগত জানাতে জেলা শহর ও বাউফল থেকে দু’শতাধিক কর্মী-সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ফেরীঘাটে অবস্থান নেয়। এ সময় বাদল নামের এক যুবক সিগারেট ধরাতে এক দোকানে ম্যাজলাইট চাইলে না পেয়ে ঐ মুদি-দোকানী সোহরাব প্যাদাকে মারধর করনে পরে পার্শ্ববর্তী দোকান্দার ও স্থানীয়রা প্রতিবাদ করলে দু’পক্ষে তীব্র উত্তেজনা, দফায় দফায় হামলা সহিংসতার ঘটনা ঘটে। এতে মুদি দোকানী সোহরাব প্যাদা, মোঃ সাবু, বজলু প্যাদা, রাজিব, বাহার খা, মোহন শরীফ, আল-আমীনসহ উভয় পক্ষের অন্তত: ২০জন আহত হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর জখমী বজলু প্যাদাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ছুটে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ হামলাকারীদের ৫টি মোটরসাইকেল জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত