পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১৭০

| আপডেট :  ১৮ জুলাই ২০২১, ১০:১২  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২১, ১০:১২

পশ্চিম ইউরোপের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়ে গেছে। এখন নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজ হাজারো মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। বানের তোড়ে বহু ঘর-বাড়ি ভেসে যাওয়ায় সব হারিয়ে পথে বসেছেন বাস্তচ্যুত মানুষ।

ভারী বৃষ্টির ফলে জার্মানি, নেদারল্যান্ডসের বহু জায়গা তলিয়ে গেছে। জানা গেছে, সবচেয়ে খারাপ অবস্থায় জার্মানির। সে দেশে বন্যায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জোর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে, বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনা অপসরণে কাজ শুরু করেছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জার্মানি এবং বেলজিয়ামের বাসিন্দারা। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট না।

পরিদর্শকরা বলছেন, জার্মান শহরের দক্ষিণ-পশ্চিমে একটি বাঁধের বড় অংশের অবস্থা নাজুক। তাই নদীর কূলবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। অনেককে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বলা হয়েছে। পশ্চিম জার্মানির স্টেইনবাস্টাল বাঁধ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ হওয়ায় বাঁধের চারপাশের প্রায় সাড়ে ৪ হাজার বাসিন্দাকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

বন্যায় রিনেল্যান্ড পালাটিনাটে এবং নথস রিনে-ভেসপালিয়া রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গত বেশ কয়েকদিন ধরে পুরো অঞ্চলের জনবসতিগুলো বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় পানির স্রোতে বহু পুরনো বাড়ি-ঘর পানির নিচে।

ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠত ধ্বংস্তূপে ফিরে এসেছেন অনেকে। কিন্তু কিছুই আগের মতো নেই। ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত