বাঁধন এখন কলকাতার চোখের মণি

| আপডেট :  ১৮ জুলাই ২০২১, ১১:০৭  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২১, ১১:০৬

বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ক্যারিয়ারে প্রথমবার ভারতীয় কোনো নির্মাতার সঙ্গে কাজ করেছেন। রহস্য সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে।

ছবির কেন্দ্রীয় চরিত্র দেখে চমকে উঠেছেন ভারতের দর্শকরা। প্রকাশিত টিজারে আলো-আঁধারিতে সেই নারীকে দেখে আপ্লুত দর্শক।

টিজারটি দেখার পর দর্শকদের সবথেকে বেশি আগ্রহ জেগেছে বাঁধনের মুসকান জুবেরী চরিত্রটি নিয়ে। ওপার বাংলার দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন বাংলাদেশের এই অভিনেত্রী। করোনা মহামারির মধ্যেই হঠাৎ সৃজিতের হোয়াটসঅ্যাপ কল আসে বলে জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। কিন্তু তিনি নাকি প্রথমে বিশ্বাস করেননি। পরে সৃজিত বাংলাদেশের এক প্রযোজকের মাধ্যমে ফোন-কল করে তার নাগাল পান।

এর পরই মুসকান জুবেরীর মত একটা শক্তিশালী চরিত্রে অভিনয় করানোর আগে মহম্মদ নাজিমউদ্দিনের লেখা উপন্যাসটি বাঁধনকে পাঠান সৃজিত। ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজের শুটিং হয়েছে পাঁচঘড়ায়। টিজারে যে পুরনো বাড়িটি দেখা গেছে সেখানে সত্যজিৎ রায় ‘ঘরে বাইরে’ ছবির শুটিং করেছিলেন। সেই বাড়িতেই এবার নতুন রহস্যের জাল বুনবেন মুসকান জুবেরী। কিছু অংশের শুটিং পাহাড়েও হয়েছে।

বাঁধনের মতে, ছবিতে নারীদের জন্য ‘হয় ভালো নয় খারাপ’ চরিত্র লেখা হয়। তবে মুসকান জুবেরীর চরিত্রটি ধূসর। তাই পরতে পরতে সেই চরিত্রকে সাতমাস ধরে অনলাইন ওয়ার্কশপের মাধ্যমে আবিষ্কার করেছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে বাঁধন ‘সিঙ্গল মাদার’। মেয়েকে নিয়েই অবসর সময় কাটে তার। বিয়ে বিচ্ছেদের পরে মেয়ের কাস্টডি নিয়েও আইনি লড়াইয়ে জর্জরিত হয়েছেন তিনি। সেই যুদ্ধে জিতে বাঁধন ও তার কন্যা একেবারেই বেঁধে বেঁধে থাকেন। সূত্র: জিনিউজ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত