গাজীপুরে মহাসড়কে যানবাহনের চাপ

| আপডেট :  ১৮ জুলাই ২০২১, ১১:৪৭  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২১, ১১:৪৭

টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঈদে ঘরমুখো মানুষের কারণে রবিবার (১৮ জুলাই) সকাল থেকেই এই দুটি মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। আজ দুপুরের পর থেকে অনেক শিল্পকারখানা ছুটি ঘোষণা করেছে বলে জানা গেছে। এর প্রভাবে দুপুরের পর যানবাহন ও ঘরমুখী মানুষের চাপ আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পর্যাপ্ত যানবাহন থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের। যাত্রীরা তাদের পছন্দের যানবাহনে ভাড়া মিটিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। বেশিরভাগ যাত্রীই মাইক্রোবাসে বাড়ি যাচ্ছেন। রাজশাহীর বাঘমারায় কাজল মির্জা যাচ্ছেন। তিনি বলেন, অফিস থেকে ছুটি নিয়ে সকাল সকাল বের হয়েছি যেন যানজটে না পড়তে হয়। ঈদের পরের দিন চলে আসতে হবে তাই দুইদিন আগে বাড়ি যাচ্ছি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে চেরাগ আলী পর্যন্ত সড়ক ভাঙাচোরা থাকায় যানবাহনগুলোকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। যার কারণে সেখানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া গাজীপুরের কুনিয়া বড়বাড়ি, ছয়দানা মালেকের বাড়ি, বোর্ডবাজার, বাসন সড়ক ও চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের বেশ চাপ রয়েছে। ওই সব পয়েন্ট থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এসব পয়েন্টে ঘরমুখী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, সকাল থেকে মহাসড়কে কোন ধরনের যানজট নেই। তবে দুপুরের পর অনেক প্রতিষ্ঠান ছুটি হবে। দুপুরের পর থেকে মানুষের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যানজট ও ভোগান্তি নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত