তিনটি স্পেশাল ট্রেনে ঢাকায় এলো ৯০০ কোরবানির পশু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমচাষিদের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। এখন সেই ট্রেনের নাম হয়েছে ক্যাটল স্পেশাল। এর আগে শনিবার (১৭ জুলাই) রাজশাহী স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করা হয়।
আজ রোববার (১৮ জুলাই) ভোর রাত থেকে ঢাকায় আসতে শুরু করেছে কোরবানির পশু। এরই মধ্যে ৯০০ কোরবানির পশু নিয়ে তিনটি স্পেশাল ট্রেন রাজধানী ঢাকায় পৌঁছেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনে আরও ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করা হবে।
উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জামালপুর ও ময়মনসিংহ থেকে তিনটি ট্রেনে আট শতাধিক গরু ও দুই শতাধিক ছাগল ঢাকায় আসে। ঢাকায় আনতে গরুপ্রতি খরচ পড়ছে ৫৮০ টাকা। আর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ভাড়া লাগছে ২৯৬ টাকা।
অল্প খরচে ঢাকায় পশু আনতে খুশি খামারি ও ব্যবসায়ীরা। কোনো যানজট ছাড়াই নির্বিঘ্নে ঢাকায় এসে সময়মতো হাট ধরতে পেরে সন্তুষ্ট তারা।এই স্পেশাল ট্রেন চালুর ফলে সড়কপথে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি কোরবানির পশু ছিনতাই ও ট্রাকে চাঁদাবাজি থেকে রক্ষা পেয়েছেন বলে জানান বেপারীরা।
এর আগে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ রাজশাহী স্টেশন থেকে ট্রেনটির শুভ উদ্বোধন করেন। এ বিশেষ ট্রেন সার্ভিস ১৯ জুলাই পর্যন্ত চলমান থাকবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত