অনেকের ঈদ কাটছে মহাসড়কে

| আপডেট :  ২১ জুলাই ২০২১, ১০:৪৩  | প্রকাশিত :  ২১ জুলাই ২০২১, ১০:৪৩

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরেছেন অনেক মানুষ। কিন্তু যানজটের কবলে পড়ে অনেকের ঈদ কাটছে মহাসড়কে।

আজ বুধবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কা‌লিহাতীর পুং‌লি পর্যন্ত প্রায় ১৩ কি‌লো‌মিটার অংশে যানজট তৈরি হয়েছে। এর আগে মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকে শুরু হওয়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট লে‌গেই ছিল। ফ‌লে বুধবার (২১ জুলাই) সকাল পর্যন্ত র‌য়ে‌ছে এই যানজট।

বগুড়ার বাসিন্দা আবির হাসান জানান, মঙ্গলবার দুপুরে ঢাকার বাসা থেকে বের হ‌য়ে‌ছিলাম। বুধবার (২১ জুলাই) সকাল হ‌লেও এখনো এলেঙ্গা পার হ‌তে পারিনি। পরিবারের সঙ্গে ঈদ করা হলো না। রংপুরের বাসিন্দা রানা মিয়া জানান, মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে বাড়িতে যাবো বলে বের হ‌য়ে‌ছিলাম। বুধবার (২১ জুলাই) সকাল হ‌লেও এখনো এলেঙ্গা পার হ‌তে পারিনি। পরিবারের সঙ্গে ঈদ করা হলো না।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত