কুষ্টিয়ায় আরও ১১ জনের মৃত্যু

| আপডেট :  ২১ জুলাই ২০২১, ১১:২৪  | প্রকাশিত :  ২১ জুলাই ২০২১, ১১:২৩

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরো ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (২১ জুলাই) সকালে কুষ্টিয়া জেনালের হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা শনাক্ত রোগীই ১৮০ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তিনি আরও জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫শ ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ৪৪২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় আরো ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে এক লাফে ৪২.৪৩ শতাংশ হয়েছে। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২০২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত