মধ্যরাত থেকে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা
ইমরার হোসেন,পটুয়াখালী থেকে: আজ শুক্রবার (২৩ জুলাই) মধ্য রাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। ইতিমধ্যে ট্রলার ধোয়া মোচাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা। রাত বারোটার সঙ্গে সঙ্গেই ইলিশ শিকারে গভীর সাগরে যাত্রা করবে সহস্রাধিক মাছ ধরা ট্রলার।
সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও সংরক্ষনে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মৎস্য আহরনে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। বছর জুরে ইলিশের আকাল আর করোনার প্রার্দুভাবে বিপর্যস্ত দখিনের জেলেরা এ নিষেধাজ্ঞায় বেশ হতাশ হয়ে পরেছিলো। এছাড়া এসময়ে সরকার প্রদেয় অপ্রতুল খাদ্য সহায়তা নিয়েও রয়েছে জেলেদের ক্ষোভ।
মহিপুরের জেলে মোঃ আমির হোসেন বলেন, ‘এখন আমারা বোর্ডে বাজার ও জাল উঠাইতেছি। বোর্ড ঘাটে রেডি আছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আমরা আজকে রাতে সাগরে মাছ ধরতে যাব’।
রাঙ্গাবালীর জেলে মোঃ শাহাবুদ্দিন হাওলাদার বলেন, ‘৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ ছিল এখন সাগরে অনেক মাছ হইছে। আজকে সন্ধায় আমরা সাগরে মাছ ধরতে রওনা হবো আশাকরি আমরা অনেক মাছ পাবো।
দশমিনার তেতুলিয়া নদীর পাড়ের জেলে মোঃ রহিম মিয়া বলেন,’ সরকার সাগরে মাছ ধরা বন্ধ করে দিয়েছে। মোরা (আমরা) এই ৬৫ দিন অনেক কষ্টে কাটাইছি। মোর (আমার) সংসারে ৫ জন মানুষ আছে মাছ ধরেই এই সংসার চালাইতাম। সরকার মোগোরে যে সাহায্য দিয়েছেন তাতে ৫ জন মানুষের কয়দিন যায় আমনেই কন (বলেন)। আমি কিস্তি (লোন) ছাড়াইয়া জাল কিনছি ও নৌকা বানাইছি প্রত্যেক সপ্তায় কিস্তি দেয়া লাগে মাছধরা বন্ধ ধার -উদ্ধার কৈরা (করিয়া) কিস্তি চালাইছি। এমন সমস্যায় ছিলাম করোনার জন্য অন্য কোন কাজও মিলাতে পারিনাই। আজকে সাগরে যামু, মাছ পড়লে তো সব ধার-দেনা কাটিয়ে উঠতে পারবো।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রায় সত্তর হাজার নিবন্ধিত জেলে পরিবারকে ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রানচাঞ্চল্যতা ফিরে আসবে আলীপুর মহিপুরের মৎস্য আড়ৎগুলোতে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত