তুরস্কে ৪৫ অভিবাসী নিয়ে নৌকাডুবি

| আপডেট :  ২৩ জুলাই ২০২১, ১১:১৪  | প্রকাশিত :  ২৩ জুলাই ২০২১, ১১:১২

তুরস্কের দক্ষিণে কাস শহরের ২৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এজিয়ান সাগরে ৪৫ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এদের মধ্যে ৮জন নিখোঁজ রয়েছে। বাকী ৩৭ জনকে দেশটির নৌবাহিনী জাহাজ ও বিমান দিয়ে উদ্ধার করেছে। সূত্র: আল জাজিরা।

আজ শুক্রবার (২৩ জুলাই) এসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় শহর কাস থেকে দক্ষিণ-পশ্চিমে ২৫৯ কিলোমিটার দূরে বৃহস্পতিবার ওই নৌকাডুবির খবর পায় নৌবাহিনী।

এরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু হয়। এসব অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের তা জানা সম্ভব হয়নি। প্রসঙ্গত, ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা তুরস্ককে দীর্ঘদিন ধরেই রুট হিসেবে ব্যবহার করে আসছেন। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস হয়ে তারা ইউরোপে প্রবেশ করে এবং অধিকাংশ ক্ষেত্রে পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত