বিদেশ ফেরত আরও ৭৪৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় ২৬ ফ্লাইটে দেশে আসা ৪ হাজার ১৬৮ যাত্রীকে করোনাভাইরাস রোধে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এসব যাত্রীদের ৭৪৪ জনকে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ৩ হাজার ৪২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
রোববার (৯ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হাসান ফেরদৌস।
তিনি জানান, ২০২০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত (৯ মে) দেশে আসা যাত্রীদের মধ্যে ১৩ লাখ ৪ হাজার ৭১২ জনকে করোনা রোধে স্বাস্থ্যবিধি মানতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪০ হাজার ১৩৩ জনকে এবং হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় ১২ লাখ ৬৪ হাজার ৫৭৯ জনকে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত