দশ ওভারে ১০০ রান জিম্বাবুয়ের (এইমাত্র-পাওয়া)

| আপডেট :  ২৫ জুলাই ২০২১, ০৫:১৯  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২১, ০৫:১৯

জিম্বাবুয়ের ১০০: দশ ওভারে ১০০ রান জিম্বাবুয়ের। ওয়েসলে মাধভেরে আর তিদওয়ানশে মারুমানির ওপেনিং জুটি থেকে আসে ৬৩ রান। মারুমানি ২৭ রান করে ফিরলেও মাধভেরে রান তুলছেন দ্রুত। এই ওপেনার অপরাজিত আছেন ৪১ (২৪) রানে। ১০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১০১ রান, ১ উইকেটে।

মারুমানির বিদায়: জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলেন সাইফউদ্দিন। দুই ওপেনার তিদওয়ানশে মারুমানি ও ওয়েসলে মাধভেরের জুটি থেকে এসেছে ৩৬ বলে ৬৩ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে ২৭ (২০) রান করা মারুমানিকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের ৫০: ৫ ওভারেই ৫০ রান পূর্ণ করেছে জিম্বাবুয়ে। দুই ওপেনার ওয়েসলে মাধভেরে ৩১ ও মারুমানি অপরাজিত আছেন ২০ রানে।

ওভারে ৫ চার: ম্যাচের চতুর্থ ওভার, তাসকিনের দ্বিতীয় ওভারে বাউন্ডারির ঝড় ওঠান ওয়েসলে মাধভেরে। তার এক ওভারে টানা ৫টি চার হাঁকিয়েছেন জিম্বাবুয়ের এই ডান হাতি ওপেনার।

একাদশ: বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। শেখ মেহেদী হাসানের বদলে খেলছেন নাসুম আহমেদ। বাংলাদেশ দলে এক পরিবর্তন এলেও গত ম্যাচের একাদশ নিয়েই নামছে স্বাগতিকরা।

বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান(উইকেট-রক্ষক), শামীম হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম

জিম্বাবুয়ে: ওয়েসলে মাধভেরে, তাদিওয়ানাশে মারুমণি, রেজিস চাকভা (উইকেট-রক্ষক), ডিন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারবানি।

টস: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথম টি–টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ২৩ রানে জিতে সিরিজ সমতায় আনে। সিরিজ ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটা দাঁড়িয়েছে অলিখিত ফাইনালে।

হারারেতে টানা তিন ম্যাচেই টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত