পদ্মাসেতুর পিলারে ধাক্কায় ২ ফেরিচালককে দায়ী করে প্রতিবেদন

| আপডেট :  ২৫ জুলাই ২০২১, ০৬:৪৬  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২১, ০৬:৪৬

পদ্মাসেতুর ১৭ নম্বর পিলার রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগার ঘটনায় ঘটিত তদন্ত কমিটি দুই চালককে (মাস্টার ও সুকানি) দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে।
আজ রোববার (২৫ জুলাই) প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।

শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ২৯টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহ জালাল নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত ২০ জন যাত্রী আহত হয়।

এ ঘটনার পরপরই বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এরপরই শুক্রবার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও ফেরিতে কর্মরত ছয়জনের বক্তব্য নেন। শনিবার খসড়া প্রতিবেদন তৈরি করেন। আজ রোববার বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিটি।

এদিকে সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় শাহজালাল ফেরির চালক (মাস্টার) আব্দুর রহমান খানকে শনিবার (২৪ জুলাই) পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত